শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রশাসনিক দিকটি নিয়ন্ত্রণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং একাডেমিক কোর্স কারিকুলাম প্রবর্তন, পরীক্ষা নিয়ন্ত্রণ, ফলাফল প্রকাশ এবং সার্টিফিকেট প্রদান ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড (বিটিইবি)। প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম পরিচালনা করে প্রশাসনিক কাউন্সিল,একাডেমিক কাউন্সিল এবং প্রকিউরমেন্ট কমিটি। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি, আইডিইবি প্রতিনিধি, ছাত্রাবাস তত্তাবধায়ক ও কর্মচারী প্রতিনিধি এ সকল কমিটিতে প্রতিনিধিত্ব করে। সর্ব নিম্ন পর্যায়ে থেকে মন্ত্রণালয় পর্যন্ত একটি সুনিয়ন্ত্রিত প্রশাসনিক অবকাঠামো রয়েছে।